এশিয়া কাপ
এশিয়া কাপের গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে গিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তান ও হংকংকে হারিয়ে দেশের ছেলেরা নাম লেখায় টুর্নামেন্টের সুপার ফোরে। শ্রীলঙ্কাকে হারানোর পর সুযোগ এসেছিল ফাইনালে খেলার। কিন্তু পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে জাকের আলী অনিকদের বোলিংটা দুর্দান্ত হলেও ব্যাটিং হয়েছে যাচ্ছে তাই।
এশিয়া কাপের সুপার ফোরে দুটি ম্যাচ খেলেননি লিটন দাস। প্রথমবার ছিটকে যান ভারত ম্যাচে। পরে পাকিস্তান ম্যাচেও ছিলেন দর্শক হয়ে।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটের জয়ের ম্যাচে আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। চার ওভারে ২০ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করে ম্যাচ জয়ে রেখেছেন দারুণ অবদান। তিন উইকেট নিয়ে মোস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্পর্শ করলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস বলেছেন, স্মার্ট ক্রিকেট খেলতে চান তারা। তাদের প্রথম টার্গেট হলো ম্যাচ জেতা। আবুধাবির মাঠে খেলা। স্বাভাবিকভাবেই গরম আবহাওয়ার মধ্যে খেলতে হবে।